SSC CHSL 2022 Tier-1 20 Mar 2023 Shift3 Memory Based GK/GS Questions
1) ভারতের মিসাইল ম্যান কাকে বলে? » এ পি জে আব্দুল কালাম
• A.P.J আব্দুল কালাম ছিলেন ভারতের 11 তম রাষ্ট্রপতি। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাথে মিসাইল এবং একটি বেসামরিক স্পেস প্রোগ্রামের মতো সামরিক সরঞ্জাম তৈরিতে তার কাজ তাকে ভারতের মিসাইল ম্যান উপাধিতে ভূষিত করে।
ভারতের মিসাইল ওম্যান বলা হয় টেসি থমাসকে।
2) অপশনের মধ্যে কে শুঙ্গ বংশ স্থাপন করেন?
» পুষ্যমিত্র সংঘ শুঙ্গ বংশ ছিল মগধের একটি প্রাচীন ভারতীয় রাজবংশ যা প্রায় 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উত্তর ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চলকে নিয়ন্ত্রণ করত। মৌর্য সাম্রাজ্যের সিংহাসন গ্রহণের পর পুষ্যমিত্র রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এর রাজধানী ছিল পাটলিপুত্র, কিন্তু পরবর্তীতে ভগভদ্রের মতো সম্রাটরাও পূর্ব মালওয়ার বেসনগরে (আধুনিক বিদিশা) দরবার পরিচালনা করেছিলেন।
3) BCCI এর বর্তমান অধ্যক্ষ কে?
» রাজার বিনি
• বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) হল ভারতের ক্রিকেটের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা। এর সদর দপ্তর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাছে ক্রিকেট সেন্টারে অবস্থিত। BCCI হল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং এটি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের "বিগ থ্রি-এর অংশ।
4) জগন্নাথ রথযাত্রা কোন রাজ্যে আয়োজন করা হয়? » ওড়িশা
• পুরীর রথযাত্রা, যাকে রথ যাত্রা নামেও উপস্থাপিত করা হয়, এটি ভারতের ওড়িশা রাজ্যের শ্রী ক্ষেত্র পুরী ধামে অনুষ্ঠিত দেবতা জগন্নাথের সাথে যুক্ত একটি হিন্দু উৎসব। এটি প্রাচীনতম রথযাত্রা, যার বর্ণনা ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ এবং কপিলা সংহিতায় পাওয়া যায়। এই রথযাত্রা হল দেবতা জগন্নাথ, হিন্দু দেবতা বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ, তার মাসির বাড়ির দিকে যাত্রা করার উপলক্ষ্যে উদযাপন। অনুসারীরা এই উপলক্ষটিকে পুরীতে সারদা বালির কাছে মৌসি মা মন্দির (মামীর বাড়ি) হয়ে গুন্ডিচা মন্দিরে জগন্নাথের বার্ষিক দর্শন হিসেবে চিহ্নিত করে।
5) 1TB তে কত Bites থাকে? » প্রায় 1 ট্রিলিয়ন
6) ফ্যারাডে এর সাথে সম্পর্কিত একটি প্রশ্ন।
7) উদারশক্তি যুদ্ধ অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে আয়োজন করা হয়?
» মালয়েশিয়া
• এটি ভারতীয় বায়ুসেনা এবং মালেশিয়ান বায়ুসেনা এর মধ্যে আয়োজন করা হয়।
৪) ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 89 কিসের সাথে সম্পর্কিত?
» রাজ্য পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান
9) সারনাথের থেকে একটি প্রশ্ন।
10) ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 243K কিসের সাথে সম্পর্কিত?
» পঞ্চায়েতগুলির নির্বাচন পঞ্চায়েতগুলির সমস্ত নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরির তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব রাজ্যপাল কর্তৃক নিযুক্ত একজন রাজ্য নির্বাচন কমিশনারের সমন্বয়ে একটি রাজ্য নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হবে।
11) গঙ্গা নদীর সাথে সম্পর্কিত একটি প্রশ্ন।
12) জঙ্গলনামা পুস্তকটির লেখক কে? » অমিতাভ ঘোষ
13) অগ্নি 4 কোন জায়গা থেকে লঞ্চ করা হয়েছে? » ওড়িশা
14) বঙ্গভঙ্গের থেকে একটি প্রশ্ন।
15) ব্রাজিল তে কোন তৃণভূমি পাওয়া যায়? » ক্যাম্পোস
• গ্রীষ্মমন্ডলীয় তৃণভূমি ব্রাজিলে ক্যাম্পোস, ভেনিজুয়েলায় ল্যানোস এবং পূর্ব আফ্রিকায় সাভানা নামে পরিচিত। আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমি পাম্পাস নামে পরিচিত।
0 Comments