Ramsar sites in India

 1) বর্তমানে ভারতে মোট কতগুলি রামসার সাইট রয়েছে? » 75ft


2) বিশ্বের প্রথম রামসার সাইট কোনটি? » কোবোর উপদ্বীপ


• কোবোর উপদ্বীপ 1974 সালে রামসার সাইট হিসেবে ঘোষিত হয়। এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত।


3) সবচেয়ে বেশি রামসার সাইট কোন দেশে রয়েছে?


» ইউনাইটেড কিংডম


• ইউনাইটেড কিংডমে মোট 175টির রামসার সাইট রয়েছে।


এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। মেক্সিকোতে মোট 142টি রামসার সাইট রয়েছে।


4) বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? » 2 ফেব্রুয়ারি


বিশ্ব জলাভূমি দিবস সর্বপ্রথম 1997 সালে পালন করা হয়েছিল।


বিশ্ব জলাভূমি দিবস 2022 এর থিম হলো It's Time For


Wetland Restoration.


বিশ্ব জলাভূমি দিবসের 50তম বার্ষিকী পালন করা হয়


2021 সালে।


5) ভারত কবে রামসার সম্মেলনের অংশ হয়? »1 ফেব্রুয়ারি 1982 সালে

6) জলাভূমি সংরক্ষণের জন্য প্রথম সম্মেলন কোথায়


আয়োজন করা হয়েছিল?


» ইরানের রামসার শহরে


• জলাভূমি সংরক্ষণের জন্য প্রথম এই সম্মেলন 1971 সালে . ইরানের রামসার শহরে আয়োজন করা হয়েছিল।


7) রামসার সম্মেলন তার কার্য কবের থেকে শুরু করে? » 21 ডিসেম্বর 1975 সাল


৪) বিশ্বের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি? » ব্রাজিলের রিও নিগ্রো, কঙ্গো লোকতান্ত্রিক গণতন্ত্রের গিরি তুম্বা মেন্ডমবে ও কানাডার কুইন মড গার্লস।


9) ভারতের প্রথম রামসার সাইট কোনটি? » চিলকা হ্রদ ও কেবলাদেও ন্যাশনাল পার্ক


• 1981 সালে চিলকা হ্রদ ও কেবলাদেও ন্যাশনাল পার্ক


ভারতের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষিত হয়।


চিলকা হ্রদ ওড়িশাতে অবস্থিত এবং কেবলাদেও ন্যাশনাল


পার্ক রাজস্থানে অবস্থিত।


10) ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি? » সুন্দরবন জলাভূমি


• সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত।


11) ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি?


» রেনুকা জলাভূমি


• ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট রেনুকা জলাভূমি


হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত।


12) ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট কোন রাজ্যে


রয়েছে?


»

Post a Comment

0 Comments